You have reached your daily news limit

Please log in to continue


বিপর্যস্ত ব্যাংকগুলো কীভাবে ঠিক হবে

মার্কিন ব্যাংক ডাকাত উইলি সাটনকে জিজ্ঞাসা করা হয়েছিল, ব্যাংক ডাকাতি করলে কেন? সাটনের উত্তর ছিল, ‘টাকা তো ব্যাংকেই থাকে!’ মনে হচ্ছে, আমাদের নেতৃস্থানীয় ব্যবসায়ী নেতারা গত ১৫ বছরে একই মানসিকতা ধারণ করেছেন। ব্যাংক ডাকাতির বিদ্যায় তাঁরা হয়ে উঠেছেন পারদর্শী। তাঁদের এই দক্ষতা খুবই উদ্বেগের বিষয়।

বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ঘুরপাক খাচ্ছে এক অনিশ্চিত অবস্থার মধ্যে। কীভাবে এই অবস্থা হলো?  কারণগুলো বিভিন্ন বিশ্লেষক ভালোভাবে নথিভুক্ত করেছেন। উদাহরণ হিসেবে সেন্টার ফর পলিসি ডায়ালগের কথা উল্লেখ করা যায়। তারা কয়েকটি ভালো গবেষণামূলক কাজ করেছে এ বিষয় নিয়ে। ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে কীভাবে এমন এক সন্ধিক্ষণে পৌঁছে গেল, সমস্যাগুলোর গভীরতা কেমন—এ বিষয়ে সংশ্লিষ্ট সবাই মোটামুটি একমত। আমাদের ব্যাংক ও নিয়ন্ত্রণ–কাঠামোর সংস্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নিয়েও সাধারণত কেউ দ্বিমত করেন না। কারণ, আমাদের অর্থনীতিতে ঋণের প্রাথমিক উৎস হচ্ছে ব্যাংক। আর কার্যকর ঋণব্যবস্থা ছাড়া আমাদের অর্থনীতি অচল হয়ে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন