শিক্ষাগুরুর সম্মানে টান

www.ajkerpatrika.com ঠাকুরগাঁও সদর প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চখমিল বহুমুখী উচ্চবিদ্যালয়। গত ২৫ আগস্ট বিদ্যালয়টির শিক্ষকদের অবরুদ্ধ ও হেনস্তা করে একদল শিক্ষার্থী। পরে প্রধান শিক্ষকসহ চার শিক্ষককে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করায় তারা। চার দিন পর ২৯ আগস্ট শিক্ষার্থীরা নিজেদের ‘ভুল’ বুঝতে পেরে সেই শিক্ষকদের বিদ্যালয়ে ফিরিয়ে এনেছে। 


ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সারা দেশে বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয়ে শিক্ষকদের স্বেচ্ছায় পদত্যাগ ও পদত্যাগে বাধ্য করার হিড়িক পড়েছে। শিক্ষকদের, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হেনস্তা, মারধর, এমনকি টেনে চেয়ার থেকে তুলে দপ্তর থেকে বের করে দেওয়ার বেশ কিছু ঘটনাও ঘটেছে। তবে ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে গতকাল রোববার পর্যন্ত সারা দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিদ্যালয়ের কত শিক্ষককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে, তার হিসাব শিক্ষা মন্ত্রণালয়ে নেই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও