ইউনূসকে ফোন শেহবাজের, সম্পর্ক পুনরুজ্জীবনে গুরুত্ব আরোপ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৪, ১৭:০৮
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ায় নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ।
শুক্রবার ফোন করে শেহবাজ এই শুভেচ্ছা জানান বলে প্রধান উপদেষ্টার দপ্তরের তরফে জানানো হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, দক্ষিণ এশিয়ার এই দুই দেশের মধ্যকার সম্পর্ক জনগণের কল্যাণে সহযোগিতায় রূপান্তরিত হবে।
প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর অভিনন্দন বার্তা পাঠানোয় এবং শুক্রবারের ফোনের জন্য শেহবাজকে ধন্যবাদ জানান ইউনূস।
পাশাপাশি বাংলাদেশের বন্যা দুর্গতদের প্রতি পাকিস্তানের জনগণের সহানুভূতি ও সংহতি জানিয়ে বার্তা পাঠানোর জন্যও শেহবাজকে ধন্যবাদ জানান তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফ এ সময় বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে