You have reached your daily news limit

Please log in to continue


ডেঙ্গু হলে শিশুকে কেন তরল খাবার দেবেন

দেশে এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যায়। ডেঙ্গুতে আক্রান্ত মানুষের একটা বড় অংশই হলো শিশু।

জ্বরের সময় শিশুদের রুচি কমে যায়, খাবার খেতে গেলে অনেক সময় বমি হয়। আর ডেঙ্গু জ্বরে রক্তনালি থেকে রক্তের তরল অংশ নালির বাইরে চলে আসে। তাই সব মিলে পানিশূন্যতা তৈরি হয়। এ সময় শিশুদের খাবারের প্রতি অনীহা থাকলেও পুষ্টি উপাদান ও পর্যাপ্ত পানির চাহিদা পূরণে তাকে সঠিক খাওয়াদাওয়া চালিয়ে যেতে হয়।

ডেঙ্গু হলে চিকিৎসা কী হবে, তা নির্ভর করে এর ধরন বা ক্যাটাগরির ওপর। ডেঙ্গু জ্বরের ৩টি ধরন আছে—‘এ’, ‘বি’ ও ‘সি’। প্রথম ক্যাটাগরির রোগীরা স্বাভাবিক থাকে। তাদের শুধু জ্বর থাকে। অধিকাংশ ডেঙ্গু রোগী ‘এ’ ক্যাটাগরির। তাদের হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়িতে বিশ্রাম নেওয়াই যথেষ্ট।

‘বি’ ক্যাটাগরির ডেঙ্গু রোগীদের হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে। কিছু লক্ষণ যেমন পেটে ব্যথা, বমি, ডায়াবেটিস, স্থূলতা, অন্তঃসত্ত্বা, জন্মগত সমস্যা, কিডনি বা লিভারের সমস্যা থাকলে হাসপাতালে ভর্তি হওয়াই ভালো।

‘সি’ ক্যাটাগরির ডেঙ্গু জ্বর সবচেয়ে খারাপ। এতে লিভার, কিডনি ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। কিছু ক্ষেত্রে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউর প্রয়োজন হতে পারে।

‘এ’ ক্যাটাগরির ডেঙ্গু রোগীকে সাধারণত বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা করা যায়। সে সময় তাকে প্রচুর তরলজাতীয় খাবার দিতে হবে যেন পানিশূন্যতা তৈরি না হয়। যেমন ডাবের পানি, লেবুর শরবত, ফলের জুস ও খাবার স্যালাইন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন