বন্যায় ছিন্নভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত খামারিরা
ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতি। এই জেলার বেশির ভাগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ নেই; বরং প্রতিদিনই আগের দিনের তুলনায় অবনতি ঘটছে। এর মধ্যেই প্রাণিসম্পদের ক্ষতি স্পষ্ট হতে শুরু করেছে।
ক্ষতিগ্রস্ত খামারি, চাষিরা
নোয়াখালীর আটটি উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। একদিকে ফেনী থেকে আসা ঢল, অন্যদিকে টানা ভারী বর্ষণে সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ী, চাটখিল ও সুবর্ণচর উপজেলায় বন্যার পানি বেড়েই চলেছে। এতে আমন ও আউশ ধান, শরৎকালীন শাকসবজির আবাদের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাণিসম্পদেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
নোয়াখালী জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্যমতে, বন্যায় প্রাণিসম্পদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সদর উপজেলায়। এখন পর্যন্ত বন্যার পানিতে মারা গেছে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৩১৪টি গৃহপালিত পশুপাখি। এগুলোর সিংহভাগই মুরগি, ১ লাখ ৮৬ হাজার ৭৭০টি। ভেসে গেছে ৪৮ হেক্টর গোচারণভূমি, ১৫৪ টন দানাদার খাদ্য, ৩৪৬ টন খড় ও ৩৬৬ টন কাঁচা ঘাস। জেলার ১০৮টি গরুর খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। হাঁস-মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে ১৯৬টি। ভেসে গেছে অসংখ্য পুকুর ও মৎস্য খামারের মাছ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বন্যায় ক্ষতিগ্রস্থ
- খামারি