৯ দফা দাবীতে তীর-ধনুক নিয়ে রাস্তায় আদিবাসীরা
আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, অর্ন্তবর্তীকালীন সরকারে সমতলের আদিবাসী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, সাঁওতাল বিদ্রোহের মহান নেতা সিধু-কানু'র ভাস্কর্য পুনঃনির্মাণ ও ভাস্কর্য ভাঙচুরসহ সারাদেশে আদিবাসীদের ঘরবাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ, জমি দখলের প্রতিবাদে তীর-ধনুক হাতে নিয়ে রাস্তায় নেমেছে হাজারো আদিবাসী।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে দিনাজপুর শহরের সরকারী কলেজ মোড় থেকে বিক্ষোভ র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর প্রেসক্লাবের সামনে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ৯ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দাবি
- আদিবাসী
- আদিবাসী গোষ্ঠী