খাবারের স্বাদ বাড়ানোর ১০ টিপস
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪, ১৬:৩৭
একই স্বাদের খাবার খেতে খেতে একঘেয়েমি চলে আসলে চটজলদি স্বাদে নতুনত্ব নিয়ে আসতে পারেন। ডালে যোগ করুন লেবু পাতা। দেখুন কেমন চমৎকার ঘ্রাণ চলে এসেছে! এমনই ছোটখাট কিছু টিপস জেনে নিন খাবারে স্বাদ ও সুগন্ধি বাড়াতে।
- সবজি রান্নায় শুকনা মরিচ ও রসুন আলাদা তেলে ভেজে দিন। এই ফোঁড়ন দুর্দান্ত স্বাদ আনবে তরকারিতে।
- ব্রয়লার মুরগির রান্নার আগে লবণ ও হলুদ মেখে তেলে ভেজে নিন কয়েক মিনিট। মাংস কষানোর সময় এই তেল ব্যবহার করুন। রান্নায় আসবে বাড়তি স্বাদ।
- বেশি ভাত রান্না করতে হলে একটু তেল দিন। ঝরঝরে থাকবে ভাত।
- পায়েস রান্নার আগে চাল ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে ঘি মেখে রেখে দিন আধা ঘণ্টা। এরপর রান্না করুন পায়েস। স্বাদে অতুলনীয় হবে আইটেমটি।
- বিরিয়ানিতে স্টার মসলা ব্যবহার করলে দারুণ ফ্লেভার আসে।
- ট্যাগ:
- লাইফ
- টিপস
- খাবারের স্বাদ