শিক্ষা-শিল্প-বিচারে নয়া থাবা বাবা

জাগো নিউজ ২৪ মোস্তফা কামাল প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪, ১২:৩৬

সেই মফস্বলেও বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, মাদ্রাসায় গিয়ে উৎপাত। নাজেহালসহ প্রতিষ্ঠান প্রধানকে পদত্যাগে বাধ্য করা। আদালতে তোলার সময় আসামীকে আঘাত করা। শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, আগুন, লুটপাট। এসবের একটাও কি বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের এজেন্ডাভুক্ত? মোটেই না। কাজগুলো কিন্তু যাচ্ছে তাদের আমলনামাতেই। আটক ব্যক্তিকে আদালতের ভেতরে-বাইরে বা আঙ্গিনায় শারীরিক আঘাত করে বীরত্ব দেখানো কাপুরুষতা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে দেয়া ভাষণে এর নিন্দা করেছেন। বলেছেন, বিচারের আগে বিচার বন্ধ করতে হবে।


চলতি পথে কোথাও কোথাও দেখা হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকদের সাথে। তারা এসবে খুব কষ্ট পাচ্ছেন। তারা এতো খারাপ ছিলেন না বলে দাবিও করেন। কতো খারাপ ছিলেন? এ প্রশ্নে মাইন্ড করেন। ক্ষমতায় থাকতে আপনাদের দুয়েকটি ভুলের কথা কি মনে পড়ে? এ প্রশ্নেও চটে যান। একবাক্যে বলেন, না তাদের কোনো ভুল নেই। মানতেই রাজি নন যে, টানা দেড় দশক অসংখ্য ভুলকে সঠিক মনে করা আরেকটি মস্ত ভুল। আবার বর্তমানে বীরত্বের সাথে মাঠ দাবড়ানোরাও মানতে রাজি নন, ক্ষোভ, ঘৃনা কিংবা প্রতিহিংসাকে নিয়ন্ত্রণ করতে পারাও একটা সংস্কার। এ কথা ভীষণ নাপছন্দ তাদের।



নিদারুণ এই বাস্তবতার মধ্যেই আমাদের টিকে থাকা, এগিয়ে চলা। আদালত প্রাঙ্গণে এবং আদালতে সংঘটিত সাম্প্রতিক কয়েকটি ঘটনায় বিবেকমান মানুষ উদ্বিগ্ন। যে কোনও অপরাধে অভিযুক্ত ব্যক্তির ন্যায়বিচার প্রাপ্তি যেমন অধিকার তেমনি তার নিরাপত্তা বিধান সরকারের দায়িত্ব। আটক ব্যক্তিদের আদালতে হাজির করার সময় এমন ব্যবস্থা গ্রহণ করা দরকার যাতে করে এই ধারণা তৈরি না হয় যে, তিনি ন্যায়বিচার বঞ্চিত হতে পারেন। তারওপর অনেক ক্ষেত্রেই পুলিশ চাওয়া মাত্রই অভিযুক্তদের রিমান্ডে দেবার ব্যবস্থাও বিচার বিভাগের জন্যে খুব ভালো কাজ নয়। এ ধরনের কথা বর্তমানদের মানতে কষ্ট। বরং একে সমবিচার, ট্রিট ফর টেট বলতে পছন্দ তাদের। আদালত হওয়ার কথা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। কারণ আদালত হচ্ছে আইনের ভিত্তিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার পীঠস্থান। একইসাথে একজন আসামী পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি। তার পাশে আইন ছাড়া তখন আর কিছু নেই, কেউ নেই।সেই আদালতে একজন আসামীর উপরে কিভাবে হামলা হয়? ক্ষুব্ধ ব্যক্তিদের হাত থেকে আসামীকে রক্ষা করা আদালতের দায়িত্ব। আইনজীবীরা আদালতের অংশ। তাদের ছাড়া বিচারকাজ সম্পন্ন করা অসম্ভব। সেই আইনজীবীরাও নানা গালমন্দসহ আসামীকে আক্রমণ করেন।


যতোটুকু গেলা যায়, ততোটুকুই মুখে নেয়ার কথাকে তারা তাত্বিক মনে করেন। প্রাকৃতিক ভৌগোলিক এবং রাজনৈতিক ঐতিহাসিক কারণেই বাংলাদেশ যেন একটি যুদ্ধের ময়দান। এ ধরনের পারস্পরিক শত্রুতার ফাঁকেফুকেই বুঝি আমাদের কোনো মতে টিকে থাকা! আর উপায়হীন হয়ে আলহামদুলিল্লাহ বলা। আল্লাহ ভালো রেখেছেন বলে একটা টাটকা মিথ্যা বলা। এই ফাঁকে যে বিপ্লবের ইমেজে কালি লাগতে শুরু করেছে, তাও মেনে নেয়ার নিয়তি ভর করেছে। এ অবস্থার মাঝেই গত রবিবার রাত নয়টায় রূপগঞ্জের খাদুন এলাকায় সাবেক মন্ত্রী-এমপি গোলাম দস্তগীর গাজীর একটি কারখানায় আগুন-লুটপাট। দেশের অর্থনীতিতে আঘাত- দ্বিতীয় স্বাদহীনতার উপহার।নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় আগুন লাগার পর থেকে অন্তত ১৭৪ জন নিখোঁজ রয়েছেন বলে তাদের স্বজনরা দাবি করেছেন। এর পরিপ্রেক্ষিতে একটি তালিকা তৈরি করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। কিন্তু, এর সত্যতা নিয়েও নানা রাজনীতি ও অপকথা। আবার স্যাবোটাজের কথাও বলা হচ্ছে। কারখানাটি গোলাম দস্তগীর গাজীর তা যেমন সত্য, এটি দেশের অর্থনীতির একটি উপাদানও। সংকটে থাকা অর্থনীতিতে তা আরেকটা ধাক্কা। দেশে সরকার, মাঠে সেনাবাহিনী থাকার পরও তা কিভাবে হলো। আগামী প্রজন্ম যদি এটা জানতে চায়,কী বলবেন? তর্কে না গিয়ে ধরা যাক, গাজী বড় বাজে লোক। শেখ হাসিনার সহযোগী ছিল। তার বহু কাজ শাস্তিযোগ্য হতে পারে। বাংলাদেশে গাড়ির টায়ায় শিল্প যেখানে বিদেশ নির্ভর,সেখানে এই কারখানাটা দেশেই গড়ে তোলার কারনে কতো টাকা সাশ্রয় হতো! এখানে চার হাজার কর্মী ছিল। মানে চার হাজার পরিবার তাদের বাঁচার অবলম্বন হারিয়ে ফেললো!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও