একঘেয়ে-ভাব কাটানোর পন্থাও যে কারণে বিরক্তিকর লাগে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪, ১৭:৪৭
পোষা প্রাণীর কাণ্ড-কারখানা, নাচের টিকটক বা মজার কোনো দৃশ্য- সময় কাটাতে এই ধরনের ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আনন্দ দেয়।
তবে গবেষণা বলছে, দ্রুত একটা পর একটা ভিডিও দেখা বা টেনে টেনে দেখার কারণে একঘেয়েমি অবস্থাকে আরও বাজে করে তোলে।
এই তথ্য জানিয়ে সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে গবেষণার প্রধান ‘ইউনিভার্সিটি অফ টরন্টো’র মনোবিজ্ঞান বিভাগের পোস্টডক্টরাল ফেলো ডা. কেইটি ট্যাম আরও বলেন, “এভাবে দেখার ফলে বিষয়টার সাথে সম্পৃক্ততা তৈরি হয় না, তৃপ্তি আসে না এবং গুরুত্ব পায় না।”