দলের নেতা নির্বাচনে লড়বেন না কিশিদা, নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে জাপান
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ঘোষণা দিয়েছেন, আগামী মাসে অনুষ্ঠেয় দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বের নির্বাচনে তিনি লড়বেন না।
ফুমিও কিশিদার এ সিদ্ধান্তের অর্থ হলো, জাপানের ক্ষমতাসীন দলকে একজন নতুন নেতা বেছে নিতে হবে। আর দেশটি একজন নতুন প্রধানমন্ত্রী পাবে।
রাজধানী টোকিওতে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে ফুমিও কিশিদা এ-সংক্রান্ত ঘোষণা দেন। তিনি বলেন, এলডিপির নতুন নেতা বেছে নেওয়ার সময় এখন। তিনি নতুন নেতৃত্বকে পূর্ণ সমর্থন দেবেন।
২০২১ সালের সেপ্টেম্বরে পরবর্তী তিন বছরের জন্য এলডিপির প্রেসিডেন্ট নির্বাচিত হন ফুমিও কিশিদা। এরপর জাতীয় নির্বাচনে জিতে একই বছরের অক্টোবরে তিনি জাপানের প্রধানমন্ত্রী হন।