বড় আর্থিক সমস্যাগুলো নিয়ে আগে কাজ করতে হবে
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই মুহূর্তে প্রথম ও প্রধান কাজ হবে দেশে সার্বিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা। এতে সবার মধ্যে আস্থা ফিরে আসবে। বহুদিন ধরেই সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি—এই দুটি ক্ষেত্রে সংকট চলছে; যা এখন আরও তীব্র হয়েছে। অর্থ উপদেষ্টার জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সুদের হার ও মুদ্রা বিনিময় হারসহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ঠিক রাখা এবং একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনাও চ্যালেঞ্জিং কাজ হবে।
সম্প্রতি দেশে সহিংসতা, কারফিউ ও ইন্টারনেট বন্ধের ঘটনা ঘটেছে; যে কারণে মানুষও স্বাভাবিক কাজকর্ম করতে পারেনি। এর ফলে পণ্যের সরবরাহ ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন ঘটেছে। এখন এটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে। পাশাপাশি সরবরাহ শৃঙ্খলে যেসব মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট রয়েছে, তাদের সেই চক্রও ভেঙে দেওয়া জরুরি।