
ডলার কিনে মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনছে কেন্দ্রীয় ব্যাংক
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০৯:৪৬
মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরাতে ব্যাংকগুলোর কাছ থেকে বিপুল পরিমাণ ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় ডলারের দর কমে আসছে, আর এই অবস্থাকে কাজে লাগিয়েই গত দুই দিনে কেন্দ্রীয় ব্যাংক ৪৮ কোটি মার্কিন ডলার কিনেছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতও বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারভিত্তিক বিনিময় হার চালুর পর ব্যাংকগুলো আন্তর্জাতিক নিয়ম মেনে নিজেদের মধ্যে ডলার লেনদেন করছে। ফলে দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে মুদ্রাবাজারে স্বস্তি ফিরে এসেছে। প্রবাসী আয়ের ডলার কেনায় এখন ব্যাংকগুলো আগের চেয়ে অনেক বেশি সংযত—অর্থাৎ কম দামে রেমিট্যান্স সংগ্রহ করছে। এর ফলে আমদানিকারকরা তুলনামূলক কম দামে ডলার পাচ্ছেন। আর উদ্বৃত্ত ডলার বাংলাদেশ ব্যাংক এখন কিনছে নিলামের মাধ্যমে, যা বাজারকে আরও স্থিতিশীল করতে সহায়তা করছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- মুদ্রাবাজার