
বিশ্ব বাজারে বেড়েছে ডলারের মান ও ট্রেজারি বন্ডের সুদহার, ট্রাম্পের শুল্কের প্রভাব
প্রথম আলো
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ১২:১৮
আজ বুধবার মার্কিন মুদ্রা ডলার ও সরকারি বন্ডের সুদের হার একসঙ্গে বেড়েছে। এ কারণে জাপানি ইয়েনের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ মূল্যস্ফীতির প্রতিবেদনে দেখা যাচ্ছে, বাজারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করেছে।
কফি, সাউন্ডসিস্টেম থেকে শুরু করে আসবাব, বিভিন্ন ধরনের আমদানিনির্ভর পণ্যের দাম গত জুন মাসে বেড়েছে। তার প্রভাব পড়েছে দেশটির সামগ্রিক মূল্যস্ফীতিতে।
এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা ধারণা করছেন, এ বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ হয়তো আর সুদহার কমাবে না। ফলে ডলারের দাম ও বন্ডের সুদ দুটিই বেড়ে গেছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ডলারের দাম