বাংলাদেশি পণ্যে সম্পূরক শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তবর্তীকালীন সরকারের আলোচনা জোরালো করার ওপর গুরুত্বারোপ করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার বিকালে রাজধানীতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সরকারের প্রতি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের ট্যারিফ নিয়ে আমরা আজকে শিল্পপতিদের সাথে কথা বলেছি, বিশেষ করে রপ্তানিকারক বড় বড় শিল্পপতি যারা জড়িত আছেন তাদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীদের নেতা যারা আছেন তাদের সাথে কথা বলেছি। তাদের মতামত শুনেছি। তারা সবাই মনে করছেন এই সমঝোতাকে শক্তিশালী করতে হবে।