কান্না থামাতে পারছেন না আবুল হায়াত
কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় শতাধিক প্রাণহানি ঘটেছে। অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এমন অবস্থায় দেশজুড়ে কারফিউ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সাধারণ মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসছে।
যদিও স্বজন হারানোর বেদনায় এখনো অনেকেই কেঁদে উঠছেন। তাদেরই একজন দেশের প্রবীণ অভিনেতা আবুল হায়াত। কোটা আন্দোলনে সহিংসতায় এই অভিনেতার বিল্ডিংয়ের এক ছেলে মারা গেছে। যে ঘটনায় ভেঙে পড়েছেন তিনি।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, আমাদের বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটের এক ছেলে মারা গেছে, তার নাম ফারহান ফাইয়াজ। ওর মা-বাবা এবং আমরা একই বিল্ডিংয়ে থাকি। পুরো পরিস্থিতি নিয়ে আমার বলার কিছু নেই। সরকার অনেক দেরি করে ফেলেছে। যেটা এক দিনে সমাধান সম্ভব ছিল, সেটা তারা অনেক সময় নিয়ে করল, কষ্টটা এখানেই লাগে। আমার চোখ এখনও ছলছল করছে। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারিনি।