যৌতুক দাবির অভিযোগ, স্বামীর বিরুদ্ধে সানাই মাহবুবের মামলা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৫, ২০:৪৫

যৌতুক দাবির পাশাপাশি শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ এনে স্বামীর নামে মামলা করেছেন মডেল সানাই মাহবুব।


বুধবার ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে তিনি মামলা করেন।


এজাহারে স্বামী আবূ সালেহ মূসার বিরুদ্ধে তিনি ২২ লাখ টাকা যৌতুক চাওয়ার অভিযোগ এনেছেন বলে তার আইনজীবী মিঠুন সাহা জানিয়েছেন।


এ আইনজীবী বলেন, “টাকার জন্য তার স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।”


মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালের ২৭ মে তারা বিয়ে করেন। বিয়ের সময়ে সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র ও ১৫ ভরি সোনা দেওয়া হয়। পরে চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে স্বামী আবূ সালেহ মূসা টাকা চান। সেসময় সানাই নিজের ১২ লাখ টাকা ও বাবার কাছ থেকে আরও ৭ লাখ টাকা এনে দেন। কিন্তু সেই টাকা সালেহ মুসা খরচ করে ফেলেন। পরবর্তীতে তিনি সানাইয়ের কাছ থেকে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। সেটি দিতে অস্বীকার করলে সানাইয়ের ওপর শারীরিক-মানসিক নির্যাতন চালান। টাকা না দিলে সংসার না করার হুমকি দেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও