You have reached your daily news limit

Please log in to continue


কোন মন্ত্রে মাত করল ‘সাইয়ারা’

মায়া মায়া চেহারার শান্ত এক মেয়ে বসে আছে কোর্ট রুমে। আজ তার বিয়ে হওয়ার কথা। কিন্তু একটা ফোনকল নাড়িয়ে দেয় সবকিছু। ভেঙে যায় ভানি বাত্রার বিয়ে।

ছয় মাস পর ভানি উঠে দাঁড়ায়। কাজ নেয় এক পত্রিকা অফিসে। কিন্তু প্রথম দিনই মুখোমুখি হয় এক রাগী, বদমেজাজি উঠতি গায়কের। ধ্বংসাত্মক তাঁর আচরণ। রেগে গেলে কিছুরই পরোয়া করে না। সেদিনই ভানি জানতে পারে তার নাম কৃষ কাপুর। কৃষ স্বপ্ন দেখে একদিন বড় গায়ক হবে। কিন্তু স্বজনপ্রীতির চক্করে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পায় না। এ কারণেই তার এত ক্ষোভ। নিজের গানের দলের সদস্যদের সঙ্গেও মারামারি করতে দ্বিধা করে না সে।

ভাগ্যের ফেরে ভানি আর কৃষ আবার এক হয়। তবে প্রয়োজনটা নেহাতই স্বার্থের। তবে দ্রুত ঘটনা মোড় নিতে থাকে অন্যদিকে। কৃষ আর ভানি যখন ধীরে ধীরে কাছে আসতে শুরু করে, তখনই এক কঠোর সত্য এসে তছনছ করে দিতে চায় সব। কৃষ হারাতে থাকে ভানিকে। কী হয় শেষ পর্যন্ত, তা জানতে হলে দেখতে হবে ‘সাইয়ারা’ সিনেমাটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন