কুষ্টিয়া ও নওগাঁর মোকামে সব ধরনের চালের দাম বেড়েছে ২ থেকে ৪ টাকা
প্রথম আলো
প্রকাশিত: ১১ জুলাই ২০২৪, ১৫:৫৭
বাজারে চালের দাম বেড়ে গেছে। গত ১০ দিনের ব্যবধানে পাইকারি বাজারে সব ধরনের চিকন ও মোটা চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। আর খুচরায় তা বেড়েছে ২ থেকে ৪ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, কোরবানির ঈদের পর থেকেই বাজারে ধান-চালের দাম কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। বিশেষ করে গত দুই সপ্তাহে বিভিন্ন চালের মোকাম ও মিলগেট থেকে বেশি দামে চাল কিনছেন পাইকারি ব্যবসায়ীরা। ফলে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। আর চালকলের মালিকদের দাবি, ধানের দাম বাড়ায় তাঁরা চালের দাম বাড়াতে বাধ্য হয়েছেন। এ অবস্থায় ধানের বাজারে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- দাম বৃদ্ধি
- চালের দাম