ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
ভোজ্যতেলের দামবৃদ্ধি, সরবরাহ সংকট সামনে রেখে দুটি বড় কোম্পানির উৎপাদন ও সরবরাহ কার্যক্রম পরিদর্শন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৮ জানুয়ারি) নারায়ণগঞ্জে সিটি গ্রুপ ও সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের দুটি কারখানার কার্যক্রম পরিদর্শন করেন তারা। এসময় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা তেল উৎপাদন কারখানা ও বোতলজাত কার্যক্রম পরিদর্শন করে কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও সহকারী পরিচালক উপস্থিত ছিলেন। অপরদিকে, মতবিনিময় সভায় সিটি গ্রুপের পক্ষ থেকে জিএম (এডমিন অ্যান্ড অপারেশন) এম এ জলিল, জি এম আব্দুল লতিফ চৌধুরী, পরিচালক বিশ্বজিৎ সাহা, অ্যাডভাইজার অমিতাভ চক্রবর্তী ও ডিরেক্টর (টেকনিক্যাল) সাইদ রফিকুর রহমান উপস্থিত ছিলেন।