ডিএসইর সূচকে বড় সমন্বয়, দুশ্চিন্তায় বিনিয়োগকারীরা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্সে আজ রোববার থেকে যুক্ত হচ্ছে ৮৭টি কোম্পানি। আর বাদ পড়ছে ১৪টি। সব মিলিয়ে আজ থেকে ডিএসইএক্স সূচক গণনায় মোট ৩২৬ কোম্পানির শেয়ারের দামের উত্থান-পতন বিবেচনায় নেওয়া হবে। গত বৃহস্পতিবার পর্যন্ত এই সূচক গণনায় বিবেচনায় ছিল ২৫৩ কোম্পানি। সেই হিসাবে সূচক গণনায় আজ থেকে নতুন করে বিবেচনায় আসবে ৭৩টি কোম্পানি।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শেয়ারবাজারে এখন মন্দাভাব চলছে। লেনদেনও কম। এ অবস্থায় সূচকে অন্তর্ভুক্ত বেশির ভাগ কোম্পানির দরপতন হলে তাতে সূচকেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। আর যদি বেশির ভাগ শেয়ারের মূল্যবৃদ্ধি পায়, তাতে সূচকে বড় ইতিবাচক প্রভাব দেখা যাবে। এত দিন সূচকে কম কোম্পানি অন্তর্ভুক্ত থাকায় বাজারের সার্বিক অবস্থার যথাযথ প্রতিফলন ছিল না ডিএসইএক্স সূচকে। এখন বাজারের সার্বিক অবস্থার প্রতিফলন দেখা যাবে সূচকে।
বর্তমানে ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৩৬০। সেই হিসাবে আজ থেকে ডিএসইএক্স সূচক গণনায় তালিকাভুক্ত প্রায় ৯১ শতাংশ কোম্পানির শেয়ারের দামের উত্থান-পতনের প্রতিফলন দেখা যাবে। গত বৃহস্পতিবার পর্যন্ত ডিএসইএক্স সূচকে তালিকাভুক্ত ৭০ শতাংশ কোম্পানির শেয়ারের দামের উত্থান-পতনের প্রতিফলন দেখা যেত। এখন বেশিসংখ্যক কোম্পানি অন্তর্ভুক্ত হওয়ায় সূচকের উত্থান-পতন থেকে বাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ধারণা পাবেন বিনিয়োগকারীরা। তবে মন্দা ও দরপতনের কারণে ডিএসইএক্স সূচক গণনায় নতুন অন্তর্ভুক্ত কোম্পানিগুলো বিনিয়োগকারীদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।