প্রায় ছয় ঘণ্টা পর রেলপথ চালু, সূচিতে বিপর্যয়

প্রথম আলো প্রকাশিত: ১০ জুলাই ২০২৪, ২০:৪৯

প্রায় ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচল শুরু হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আজ বুধবার দুপুর পৌনে ১২টা থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। বিকেল সাড়ে পাঁচটার দিকে রেল চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় রেলের সূচিতে বিপর্যয় দেখা দেয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।


রেলওয়ে সূত্র জানায়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহসহ দেশের সাতটি স্থানে আন্দোলনকারীরা রেলপথ অবরোধ করেন। এ সময় ঢাকায় কোনো ট্রেন প্রবেশ করতে বা বের হতে পারেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও