যে ৭টি লক্ষণ দেখে মিথ্যাবাদী চেনা যায়

প্রথম আলো প্রকাশিত: ০৮ জুলাই ২০২৪, ১৬:৪৯

শরীরের ভাষা কি কথার সঙ্গে মিলছে



একজন মানুষের হাবভাব সামগ্রিকভাবে বোঝা গুরুত্বপূর্ণ। যেকোনো একটি লক্ষণ দেখেই চট করে কাউকে মিথ্যাবাদী বলে ধরে নেওয়া আদতে অসম্ভব। একজন মানুষ সত্য বলছে কি না, সেটি তার আচরণগুলোর পারস্পরিক সামঞ্জস্য দেখে বোঝা যায়। তার দেহভঙ্গি, মুখের অভিব্যক্তি, গলার স্বর ইত্যাদি একটা আরেকটার সঙ্গে মানানসই কি না, সেদিকে খেয়াল করুন। অধিকাংশ বুনো প্রাণী শিকারির সামনে ধরা দিতে চায় না। এ ক্ষেত্রে ওরা একটা কৌশল মেনে চলে। লুকানোর সময় নিজেকে গুটিয়ে ফেলে, যাতে ওদের দেখতে ছোট লাগে, যাতে কারও নজরে না পড়ে। ঠিক একই ব্যাপার ঘটে মিথ্যাবাদীর বেলায়। মিথ্যাবাদীও ঠিক একই নিয়মে নিজেকে গুটিয়ে রাখতে চায়, কারও সামনে ধরা দিতে চায় না। এ কারণে দেখবেন, মিথ্যা বলার সময় মানুষের হাত থাকে পেছনে কিংবা হাত-পা গুটিয়ে রাখে, নয়তো নড়াচড়া কমিয়ে দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও