You have reached your daily news limit

Please log in to continue


সুপেয় পানির নিশ্চয়তা কোথায়?

নিরাপদ পানির অপর নাম নিরাপদ জীবন। কিন্তু জনগণকে নিরাপদ বা সুপেয় পানি সরবরাহ না করে দাম বাড়িয়ে তাদের দ্বিগুণ শাস্তি দেওয়ার অধিকার সেবাদানকারী প্রতিষ্ঠানের নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির চাপে এমনিতে মানুষ দিশেহারা। এরই মধ্যে জনগণের ব্যয়ের বোঝা আরও বাড়িয়ে দিয়েছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। এক্ষেত্রে ওয়াসা কর্তৃপক্ষ তার সরবরাহকৃত পানির মান নিয়ে সাফাই গাইলেও নগরবাসী তা সমর্থন করছে না। এর কারণ, ওয়াসার ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি পান করে প্রায় প্রতিদিন অসংখ্য মানুষ ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। এমনকি পানিবাহিত রোগের কারণে মৃত্যুর ঝুঁকিও অনেক বেশি।

এ কারণে ওয়াসার ময়লা পানি নিয়ে নগরীর বিভিন্ন স্থানে ভুক্তভোগীরা আন্দোলন করছে। তবুও ওয়াসা কর্তৃপক্ষের টনক নড়ছে না। নগরবাসীকে পর্যাপ্ত ও মানসম্মত পানি সরবরাহ নিশ্চিত করতে পারছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন