বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন কর্মবিরতিতে?

ঢাকা পোষ্ট মো.নোমান হোসাইন প্রকাশিত: ০২ জুলাই ২০২৪, ২১:০১

প্রসঙ্গ এক, বছর দুয়েক আগের কথা। আমি চীন ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের একটা কোম্পানিতে চাকরি করতাম। আবাসন, যাতায়াত সুবিধা ছাড়া স্যালারি আমার বর্তমান পেশার চেয়ে বেশি ছিল। কিন্তু শিক্ষকতার প্রতি অদম্য ভালোবাসা, আর উপমাবিহীন ভালোলাগা থেকেই এই পেশায় আসা।


এই পেশায় আগ্রহ তৈরি হয় আমার অনেক আগে। স্কুলজীবনে মাঝে মাঝেই গণিতের শিক্ষক ডেকে নিতেন আমাকে। বোর্ডে গাণিতিক সমস্যা সমাধান করে বুঝিয়ে দিতে হতো সহপাঠীদের।


মূলত তখন থেকেই এই পেশার প্রতি আলাদা টান সৃষ্টি হয়। চেষ্টা করি আমার সব কোর্স শেষে শিক্ষার্থীদের ফিডব্যাক নিতে। তাদের ইতিবাচক মূল্যায়ন আমাকে অনুপ্রাণিত করে, অপার্থিব মানসিক প্রশান্তির একটা সুবাতাস অনুভব করি, পুলকিত হই নতুন ভোরের প্রয়োজনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও