দুর্নীতির দুর্গন্ধ ছড়িয়ে গেছে চতুর্দিক

যুগান্তর ড. হাসনান আহমেদ প্রকাশিত: ০১ জুলাই ২০২৪, ২০:৩৭

দেশে সমস্যার অভাব নেই। আমি কতগুলো মূল সমস্যাকে কেন্দ্র করে মাঝে-মধ্যে লিখি। মূল সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারলেই উল্লেখযোগ্য ফল পাওয়া যেত। কখনো একই সমস্যা নিয়ে বারবারও লিখি। এসব কথা কেউ কানে তোলে কিনা, এ নিয়ে বেশ কিছুদিন থেকে মনে সন্দেহ দেখা দিয়েছে। এ দেশে আমরা অনেকেই কানা ছেলেকে পদ্মলোচন বলে অভ্যস্ত। বলা যায়, রেওয়াজে পরিণত হয়ে গেছে। এরা সমাজে ভালো আছে। এতে অভ্যস্ত না হলেও বিপদ; পথচলা দায় হয়ে যায়। কানা ছেলেকে কানা বললেও অসুবিধা।


কানা ছেলে হাত উঁচু করে মারমুখী হয়ে তেড়ে আসে। ‘কানাকে কানা বলা যাবে না’; নসিহত করে অপ্রিয় সত্য কথাও বলতে নেই। এগুলোও তো সমস্যা। কানা ছেলের চোখের অসুখটাকে চিকিৎসা করিয়ে নিলেও তো পারে। তা-ও করাবে না। ‘আমি আজীবন কানা থাকব, তাতে তোমার কী? কানা থাকা আমার অধিকার।’ ‘বুঝলাম, কানা থাকা তোমার অধিকার, কিন্তু পথ চলতে-কোটি কোটি সাধারণ মানুষকে না দেখে গায়ে ধাক্কা দিয়ে ফেলে দাও কেন?’ এ কথার কোনো উত্তর নেই। উত্তর একটাই, ‘সব কথার উত্তর খুঁজতে হয় না’। চোখের জ্যোতি কম হলেও গলার স্বর উদগ্র। ‘কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলো’। এরকম উদ্ভট গৌরচন্দ্রিকা দিচ্ছি এ কারণে যে, আমি এ দেশের অতি মূল্যবান একটা বিষয় ‘রাজনীতি’ নিয়ে লিখছি। শুধু তা-ই নয়, একে ‘পচা দুর্গন্ধযুক্ত’ বলছি। রাজনীতি এ দেশের জীবন কিংবা মরণ; আমাদের অস্তিত্বের সঙ্গেই জড়িত। এর দশা দেখলে করুণা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও