বার্বাডোজ ভিজল বৃষ্টিতে, ফাইনাল মাঠে গড়ানো নিয়ে শঙ্কা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৯ জুন ২০২৪, ১৫:২৬
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মহারণে নামছে আসরের দুই অপরাজিত দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। একদিকে ১১ বছরের ট্রফির খরা কাটানোর লক্ষ্য রোহিতদের, অন্যদিকে প্রথমবার বিশ্বকাপ জেতার আশায় মার্করামরা। কিন্তু বার্বাডোজের এই মহারণে বাদ সাধতে পারে বৃষ্টি।
ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ বৃষ্টির জন্য বারবার বিঘ্নিত হয়েছে। গায়ানা থেকে বার্বাডোজে এবার ক্রিকেট বিশ্বের চোখ। ফাইনালের ভেন্যুতেও বৃষ্টির ঘনঘটা। ভারতীয় গণমাধ্যমে খবর, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা থেকেই বার্বাডোজে বৃষ্টি শুরু হয়েছে। অব্যাহত ছিল রাত পর্যন্ত। আজও (শনিবার) বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে দেখাচ্ছে অ্যাকুওয়েদার।