নাটকীয় জয়ে শিরোপার ক্ষীণ আশা বেঁচে রইল রেয়াল মাদ্রিদের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ মে ২০২৫, ০৯:৪০

চোটের ছোবলে একগাদা ফুটবলার বাইরে। তারপরও ম্যাচ জুড়ে আক্রমণের ঝড় বইয়ে দিল রেয়াল মাদ্রিদ। যদিও মায়োর্কা গোলরক্ষকের একের পর এক দুর্দান্ত সেভে একসময়ে হারও চোখ রাঙাচ্ছিল তাদের। কিলিয়ান এমবাপে দলকে ম্যাচে ফেরানোর পর শেষ সময়ে বল জালে পাঠালেন ইয়াকোবো রামন। রোমাঞ্চকর জয়ে লা লিগার শিরোপা লড়াই আরেকটু হলেও জিইয়ে রাখল কার্লো আনচেলত্তির দল।


সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে লিগ ম্যাচটি ২-১ গোলে জিতেছে রেয়াল মাদ্রিদ।


মার্তিন ভালিয়েন্ত শুরুতে মায়োর্কাকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে চমৎকার গোলে সমতা ফেরান এমবাপে। যোগ করা সময়ের শেষ মিনিটে ব্যবধান গড়ে দেন রামন। রেয়ালের হয়ে ২০ বছর বয়সী ডিফেন্ডারের প্রথম গোল এটি।


এই ম্যাচে রেয়াল জিততে ব্যর্থ হলে, মাঠে না নেমেই তিন ম্যাচ বাকি থাকতে লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেত বার্সেলোনার। হান্সি ফ্লিকের দলের অপেক্ষা একটু বাড়ল। অবশ্য বৃহস্পতিবার এস্পানিওলের বিপক্ষে জিতলেই শিরোপা পুনরুদ্ধার করবে কাতালান দলটি।


৩৬ ম্যাচে ২৪ জয় ও ৬ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেয়াল। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা।


মায়োর্কার বিপক্ষে ৭১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ৩৯টি শট নেয় রেয়াল, যার ১৩টি ছিল লক্ষ্যে। ১০টি সেভ করেন গোলরক্ষক লিও রোমান। সফরকারীদের ৪ শটের ২টি লক্ষ্যে ছিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও