কোপা দেল রের ফাইনালের পর থেকে আর মাঠে দেখা যায়নি রদ্রিগোকে। তার ফিটনেস ও রেয়াল মাদ্রিদে ভবিষ্যৎ নিয়ে ডালপালা মেলছে নানা গুঞ্জন। সেসব উড়িয়ে দেওয়ার পাশাপাশি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ব্রাজিলিয়ান উইঙ্গার।
গত ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে প্রথমার্ধের পর রদ্রিগোকে আর মাঠে নামাননি কোচ কার্লো আনচেলত্তি। সেখানে ১২০ মিনিটের লড়াইয়ে ৩-২ গোলে হেরে যায় রেয়াল মাদ্রিদ।
এরপর লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে স্কোয়াডে ছিলেন না তিনি। আনচেলত্তি জানিয়েছিলেন, ভাইরাসজনিত অসুস্থতার কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল।