
প্লে-অফের আগেই আইপিএল ছাড়বেন দক্ষিণ আফ্রিকার ৮ ক্রিকেটার
প্লে-অফের আগেই আইপিএল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণ আফ্রিকার ৮ ক্রিকেটার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (প্রতিপক্ষ অস্ট্রেলিয়া) অংশ নিতে ২৫ মে’র মধ্যে ভারত ছাড়তে পারেন তারা।
পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা না হলে, অর্থাৎ স্বাভাবিকভাবে আইপিএল চলতে থাকলে ২৫ মে ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হওয়ার কথা ছিল। তবে পাকিস্তানের সঙ্গে পাল্টাপাল্টি হামলার জেরে এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হওয়ায় গতকাল নতুন সূচি ঘোষণা করে আইপিএল কর্তৃপক্ষ।
নতুন সূচি অনুসারে, মাঝখানে ৯ দিন বিরতির পর আগামী ১৭ মে থেকে ফের শুরু হতে যাচ্ছে আইপিএলের এবারের আসর। যার ফাইনাল ৩ জুন।
কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) ক্রিকেটারদের ছাড়পত্ত (এনওসি) দিয়েছে আগের নির্ধারিত ২৫ মে (স্বাভাবিক সূচিতে যেদিন ফাইনাল হওয়ার কথা ছিল) পর্যন্ত। আইপিএল পিছিয়ে গেলেও এনওসির সময়সীমা বৃদ্ধি করেনি সিএসএ।