কোন কাপড় কীভাবে পরিষ্কার করবেন?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ১৬:২৮
ফ্যাশন দুনিয়ায় নানা রকম কাপড়ের উদ্ভব হয়েছে। সবাই যার যার পছন্দ অনুযায়ী কাপড় কিনে থাকেন। পোশাক পরিধানের পর তার যত্নও নিতে হয়। কাপড় পরিষ্কার করতে গিয়ে অনেকে নষ্ট করে ফেলেন। যে কারণে আগেই জেনে নেওয়া উচিত, কোন ধরনের কাপড় কীভাবে পরিষ্কার করতে হয়।
সুতি
সুতি কাপড় সাবান দিয়ে ঠান্ডা পানিতে হাতে পরিষ্কার করুন। দীর্ঘ সময় ধরে কাপড় পানিতে ভিজিয়ে রাখবেন না। কাপড় শুকানোর জন্য ছায়াযুক্ত স্থান ব্যবহার করুন। রঙিন কাপড় আলাদা ভাবে ধুয়ে নিন। সাধারণত মেরুন, লাল, বেগুনি, ম্যাজেন্টা, কমলা, গাঢ় নীল, গাঢ় সবুজ এবং ফিরোজা রঙের কাপড় থেকে রং ওঠার সম্ভাবনা থাকে। তাই ভেজা অবস্থায় কখনোই হালকা রঙের কাপড়ের সাথে গাঢ় রঙের কাপড় রাখবেন না।