![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/06/27/be6d0d80869ff77ed85cb80b2736871a-667d0c17c20a2.jpg)
ভারতের প্রতিশোধ, নাকি ইংল্যান্ডের টানা দ্বিতীয় ফাইনাল
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ১৩:৪৬
সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়াকে বিদায় করে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারের প্রতিশোধই যেন নিল ভারত। রোহিত শর্মাদের সামনে এবার অ্যাডিলেডের প্রতিশোধ নেওয়ারও সুযোগ। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তার আগে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে ভারতকে হারিয়ে পরে নিজেদের প্রথম বিশ্বকাপ জেতে ইংলিশরা।
সেমিতে ভারতকে পেলে সাফল্যও যেন মেলে ইংল্যান্ডের! আজ গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ইংলিশদের বিপক্ষে কুড়ি ওভারের বিশ্বকাপে আরেকটি সেমিফাইনালে মাঠে নামছেন ভারতীয়রা। নিশ্চয় সেমিফাইনালের বাধায় আবারও আটকে যেতে চাইবেন না তাঁরা।
- ট্যাগ:
- খেলা
- টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ফাইনাল ম্যাচ