নিষ্প্রভ মেসি, ৬ গোলের থ্রিলারে মায়ামিকে কাঁপিয়ে দিল ‘ভূমিকম্প’

প্রথম আলো প্রকাশিত: ১৫ মে ২০২৫, ১২:৫১

‘আ রেয়ার ব্যাড ডে ইন অফিস’—ম্যাচটা দেখে থাকলে কথাটি লিওনেল মেসির সঙ্গেই যায়।


ইন্টার মায়ামির হয়ে মেসি পুরো ৯০ মিনিটই খেললেন, কিন্তু তেমন অবদান রাখতে পারলেন না। তাঁর নেওয়া পাঁচ শটের তিনটিই লক্ষ্যভ্রষ্ট, সাতবার ড্রিবল করতে গিয়ে চারবারই ব্যর্থ, পাসিংয়েও নিখুঁত ছিলেন না, সতীর্থদের গোল বানিয়ে দিতেও দেখা গেল না।


মেসির এমন নিষ্প্রভ হয়ে থাকার দিনে মায়ামিও জিততে পারল না। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে সান হোসের সঙ্গে ড্র করল ৩–৩ গোলে। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার এই ক্লাবের পুরো নাম সান হোসে আর্থকোয়েকস, সংক্ষেপে ডাকা হয় কোয়েকস (বাংলা অর্থ ‘ভূমিকম্প’) নামে।


নিজেদের মাঠ পেপ্যাল পার্কে মেসিকে সাক্ষী রেখে প্রথমার্ধেই তিন গোল করে আক্ষরিক অর্থেই মায়ামিকে কাঁপিয়ে দিয়েছিল সান হোসে। গোল তিনটি করেছেন ক্রিস্তিয়ান আরাঙ্গো, বো লেরো ও ইয়ান হারকেস।


তবে দুই দফা পিছিয়ে পড়ার পর আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দের জোড়া গোলে হার এড়াতে পেরেছে মায়ামি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও