বিদেশি বিনিয়োগ প্রসারে কাজ করছি, আশানুরূপ সাড়া পাচ্ছি না
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২০ জুন ২০২৪, ১৬:৩১
সরকার বিদেশি বিনিয়োগের প্রসারে কাজ করছে। কিন্তু তাতে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দেশের বাণিজ্য সম্প্রসারণে সরকার ২৬ দেশের সঙ্গে বিভিন্ন ধরনের বাণিজ্য চুক্তি করেছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২০ জুন) বাংলাদেশের বাণিজ্য নীতি: বিবর্তন, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টিসিবি ভবনে অবস্থিত বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউটের (বিএফটিআই) কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)।