বর্ষায় তাপ বাড়ছে, কমছে বৃষ্টিও
প্রথম আলো
প্রকাশিত: ১৮ জুন ২০২৪, ১১:০৯
চলতি জুন মাসের ১৭ দিন চলে গেল। এর মধ্যে ১৫ জুন ছিল বাংলার বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ়ের প্রথম দিন। এই ১৭ দিনে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে, বলছে আবহাওয়া অধিদপ্তর। এই প্রতিষ্ঠানের একাধিক আবহাওয়াবিদ এবং অন্য বিশেষজ্ঞদের করা একাধিক গবেষণায় দেখা যাচ্ছে, বর্ষায় বৃষ্টি কমে যাচ্ছে। আবার এ সময় তাপ বেড়ে যাচ্ছে।
বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। এ মাসে গড় বৃষ্টির পরিমাণ ৫২৩ মিলিমিটার। এরপরই বেশি বৃষ্টি হয় জুন মাসে, পরিমাণ ৪৫৯ দশমিক ৪ মিলিমিটার। তবে এ মাসে এখন পর্যন্ত (১৬ জুন) স্বাভাবিক বৃষ্টি হয়নি বলেই জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ। তিনি প্রথম আলোকে বলেন, সিলেট, রংপুর ও ময়মনসিংহ ব্যতীত দেশের বেশির ভাগ এলাকায় স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হয়েছে। খুলনাসহ অনেক স্থানে তাপপ্রবাহ ছিল। বর্ষা মৌসুমে এখন তাপ বেড়ে যাচ্ছে।