সাম্য, মৈত্রী, ঐক্য ও প্রগতি
আপাতদৃষ্টিতে ঈদ ধর্মীয় উৎসব। যদিও অতিরঞ্জিত শব্দ ‘আত্মশুদ্ধির’ ভারে ঈদুল আযহা সবসময় কিছুটা ন্যুজ থাকে। তবে গৎবাঁধা প্রতিদিনকার যাপনে ঈদ সত্যিকার অর্থেই অবাক আলোর বিচ্ছুরণ। ঈদ উৎসব একাধারে আনন্দ, ক্ষমা ও উদযাপনের সংমিশ্রণ।
আরেকটু বাড়িয়ে ঈদের গুঢ় অর্থ খুঁজতে গেলে—ঈদ হলো সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক। সম্প্রীতি ও সৌহার্দ্য শব্দ দুটোর ধর্মকেন্দ্রিক বিশ্লেষণে যাবো না।
- ট্যাগ:
- মতামত
- ঐক্য
- মৈত্রী
- প্রগতিশীলতা