মানবিকতার সওদাগরদের বাণিজ্য মেলা
আমরা এমন একটা সময়ে এসে পৌঁছেছি যখন মানুষের জন্মগত অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য এবং যার জন্য আসলে একটি প্রাণী বিশেষ থেকে আমরা মানুষ হয়ে উঠেছি সেই মানবিক বোধ ও গুণকে ফেরি করে বেচাকেনার হাটে পণ্য মনে করে বিক্রি করে চলেছেন কিছু মানবিকতার ফিরিঙ্গি বণিক শ্রেণি। ফেরি বা হাঁকডাক করে তো সেটা বিক্রি করতে হয় যেটা অচল পণ্য , ভালো ও গ্রহণযোগ্য পণ্য তো ফেরি করে বিক্রি করতে হয় না।
আমাদের এই ব-অঞ্চলে সব প্রাক্তন তৈজসপত্রের ফেরিওয়ালারা তাদের সেই পুরোনো পেশা ছেড়ে আত্মপ্রকাশ করেছে মানবিকতার বাণিজ্যের সওদাগর হিসেবে। আর সেই ফেরিওয়ালাদের ফেরির মাধ্যম হয়ে উঠেছে ডিজিটাল ফেসবুক লাইভ অপশন। মানুষকে আবেগের কুহকে ভুলিয়ে তারা বিক্রি করছে মানবিকতার নামে নিজেদের স্বার্থ। মানুষের আবেগ ও ধর্ম পুঁজি করে এরা তাদের স্বার্থের বাণিজ্য করে চলছে খুব সুকৌশলে।
- ট্যাগ:
- মতামত
- বাণিজ্য মেলা
- মানবিকতা