বিরোধীদের ‘খাটাখাট’, ‘ঘটাঘট’, ‘সাফাচটে’ টলে যায় বিজেপি

বিশ্বের সবচেয়ে বেশি ভোটারের দেশ ভারতের ভবিষ্যৎ সরকার এবং প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য গত ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত দীর্ঘ ৮২ দিনে ৭ পর্বে অনুষ্ঠিত হলো ১৮তম লোকসভা নির্বাচন। ভারতের প্রায় ১৪৫ কোটি মানুষের মধ্যে আনুমানিক ৯৬ কোটি ৯০ লাখ ভোটার রয়েছেন, যাঁদের মধ্যে ৬৫ দশমিক ৭৯ শতাংশ এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন।


বিশ্বের বহু দেশ এমনকি একাধিক দেশ নিয়ে গড়া অঞ্চলের মোট জনসংখ্যাও ভারতের ভোটারসংখ্যার চেয়ে কম। এই ভোটাররা প্রায় ৮ হাজার প্রার্থীর মধ্য থেকে বেছে নিয়েছেন ৫৪৩ জনকে। জাতীয় পর্যায়ের ও আঞ্চলিক পর্যায়ের ৭৪৪টি রাজনৈতিক দল এই ভোটে অংশ নেয়। তবে জয় পান ৪১টি দলের প্রার্থীরা, যাঁদের মধ্যে কেউ জয় পেয়েছেন ১০ লক্ষাধিক ভোটের ব্যবধানে, কেউবা আবার মাত্র ৪৮ ভোটের ব্যবধানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও