অতিথি আপনার বাসায় ঢোকামাত্র যেসব বিষয় খেয়াল করেন

প্রথম আলো প্রকাশিত: ১০ জুন ২০২৪, ১৬:৪০

খুব অল্প সময়ের নোটিশে কেউ বাসায় এলে অনেক সময় ঘর গোছগাছ করতে গিয়ে হিমশিম খেতে হয়। একদিকে আপ্যায়নের ব্যবস্থা, আরেক দিকে ঘর গোছানো; দুইয়ে মিলে জগাখিচুড়ি অবস্থা তৈরি হয় মাঝেমধ্যে। বিশেষ করে আপনি যদি খুঁতখুঁতে স্বভাবের হন, সবকিছু খুব চমৎকারভাবে গোছাতে পছন্দ করেন, তাহলে অতিথি আসার আগে ঘর গোছানোর কাজটি হয় আরও কঠিন।


আগে বাসার ঝুল ঝাড়ব, নাকি আসবাব মুছব? মনে হতে থাকে যেন ‘সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা?’ অতিথিরা বাসায় ঢোকামাত্রই কোন বিষয়গুলো তাঁদের চোখে পড়ে, তা জানা থাকলে সেসব দিকই আগে ঠিকঠাক করে নেওয়া যায়। চলুন জানা যাক, অতিথিরা সাধারণত কোনো বাসায় যাওয়ার পর কোন কোন বিষয় বেশি খেয়াল করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও