দীর্ঘদিন ধরে মাথাব্যথা ব্রেন টিউমারের লক্ষণ নয় তো?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ জুন ২০২৪, ১৩:১৭

অনেকে প্রায়ই মাথাব্যথায় ভোগেন। দিনের নির্দিষ্ট একটি সময় কিংবা ঘুম থেকে ওঠার পর, গরমে বিভিন্ন কারণে মাথাব্যথা হতে পারে। তবে অনেকে একে সাধারণ সমস্যা মনে করলেও এটি মোটেই সাধারণ কোনো বিষয় নয়। কারণ মাথাব্যথা হতে পারে কঠিন কোনো রোগের লক্ষণ।


দীর্ঘদিন ধরে মাথাব্যথায় ভোগেন অনেকে। সাধারণ ভেবে এড়িয়ে যান। কিন্তু এটি মারাত্মক সমস্যা ব্রেন টিউমারের লক্ষণ হতে পারে। ব্রেন টিউমার হলে শরীরে ছোট-বড় নানা লক্ষণ প্রকট হয়। তাই এসব লক্ষণ নজরে এলে তা এড়িয়ে যাবেন না।


অনেক সময় প্রাণঘাতী হতে পারে ব্রেন টিউমার। রোগটা কতটা গুরুতর, তা সম্পূর্ণ নির্ভর করে টিউমারের অবস্থান, আকার এবং প্রকারভেদের উপর। যেমন টিউমার ম্যালিগন্যান্ট এবং আকারে বড় হলে তা সারিয়ে তোলা বেশ কঠিন। তবে বর্তমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থার কারণে ব্রেন টিউমার সারিয়ে জীবনের চেনা ছন্দে ফিরেছেন অনেকেই। সেক্ষেত্রে রোগ নির্ণয় দ্রুত হওয়া জরুরি। সেজন্য শরীরে প্রকট হওয়া প্রাথমিক লক্ষণগুলোর দিকে নজর দিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও