অন্যের কথার আঘাত থেকে নিজেকে যেভাবে বাঁচাবেন

প্রথম আলো প্রকাশিত: ০৬ জুন ২০২৪, ২০:৩১

‘বিয়ে করে ফেলো, নইলে একসময় একা হয়ে যাবা’, ‘এত দিন হলো বিয়ে হয়েছে, এখনো বাচ্চা নিচ্ছো না কেন?’, ‘ওর ক্যারিয়ার তো তোমার চেয়ে এগিয়ে গেল, তুমি পিছিয়ে পড়ছো কেন?’, ‘তোমার ফিগার তো ঠিকঠাকই ছিল, এখন এই অবস্থা কেন?’ রোজকার জীবনে এমন কত-না কথার আঘাতে জর্জরিত হতে হয়! কেউ ‘উপদেশ’দেন, আবার কেউ ‘তোমার ভালোর জন্যই বলছি’ জাতীয় কথার আবরণ জড়িয়ে আঘাত দেন, কেউ আবার সরাসরি খোঁচা মারেন। এমন মানুষের সংখ্যা গুনে শেষ করা মুশকিল।


পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, সহকর্মী, প্রতিবেশী, সন্তানের বন্ধুর অভিভাবক—লিখতে থাকলে তালিকা কেবল লম্বাই হতে থাকবে!
এতজনের এত কথার আঘাত সামলাতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়াটা অস্বাভাবিক কিছু নয়। অন্যের কথায় প্রভাবিত হয়ে জীবনে বড়সড় ভুল সিদ্ধান্তও নিয়ে ফেলতে পারেন আপনি। তাই জেনে নিন এমন আঘাত থেকে নিজেকে বাঁচানোর কিছু উপায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও