You have reached your daily news limit

Please log in to continue


শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ ৯৭ শতাংশ শেষ

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান জানিয়েছেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ ৯৭ শতাংশ শেষ হয়েছে। তবে কবে নাগাদ এ টার্মিনাল পুরোপুরি চালু হবে- তা স্পষ্ট করেননি মন্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে থার্ড টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

বিমানমন্ত্রী বলেন, পৃথিবীতে কোথাও এরকম কাজের ক্ষেত্রে এভাবে সুনির্দিষ্ট করে বলতে পারে না। কারণ, এটা হাইলি টেকনিক্যাল একটা কাজ। দেখা গেল গুছিয়ে এনেছেন, তখন নতুন করে অন্য আরেকটা কাজের জন্য আবার সময় লাগছে। এটা কোনোভাবেই পরিকল্পনা করে একদম টাইমমত বাস্তবায়ন করা সম্ভব হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন