৬৫০টি বোতল দিয়ে বানানো হয়েছে এই ছাউনি
প্রথম আলো
প্রকাশিত: ২৯ মে ২০২৪, ১৭:৪৮
প্লাস্টিকের বোতলের ক্ষতিকর প্রভাবের কথা এখন সবারই জানা। এই বোতল কাজে লাগিয়েই দারুণ এক উদ্যোগ নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যের শিক্ষার্থীরা। প্রথম বর্ষের ‘ডিজাইন ফাউন্ডেশন’ কোর্সের একটি প্রকল্পে অংশ নিয়ে বোতলের ছাউনি নির্মাণ করেছেন তাঁরা। শিক্ষার্থীদের এ দলটির নাম রূপসা। সদস্যরা হলেন তমাল মণ্ডল, আসিফুর রহমান, তাসনিম-ই-জান্নাত, হুমাইরা কাওসার চৌধুরী, সিনথিয়া রহমান, আরিয়ান আসাফ, ত্রিনা মণ্ডল, মুহসিনা তাসনিম, অর্ণব পাল ও রাফিদ ফয়সাল।
দিকনির্দেশনায় ছিলেন স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া রহমান, অন্তু দাস ও খণ্ডকালীন প্রভাষক আয়েশা আখতার।
- ট্যাগ:
- লাইফ
- বোতল
- যাত্রী ছাউনি