ঘূর্ণিঝড় রিমাল: যশোরে ৩ হাজার ৭৪ হেক্টর জমির সবজিসহ ফসলের ক্ষতি
ঘূর্ণিঝড় রিমালের কারণে যশোরে ৩ হাজার ৭৪ হেক্টর জমির সবজিসহ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
যশোর জেলা কৃষি অফিসের উপ-পরিচালক সুশান্ত কুমার তরফদার জানান ঘূর্ণিঝড়ে বিভিন্ন ধরনের ফসলের ক্ষতি হয়েছে। শাকসবজি, কলা, আম, তিল, পেঁপে, মুগ, মরিচ, পাট, লিচু ও লেবুর খেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
চলতি মৌসুমে যশোরাঞ্চলে ১৪ হাজার ২২০ হেক্টর জমিতে সবজি, ৫৮৭ হেক্টর জমিতে কলা, তিন হাজার ৯২৪ হেক্টর জমিতে আম, এক হাজার ৬৮০ হেক্টর জমিতে তিল, ৫৫৯ হেক্টর জমিতে পেঁপে, ৫১৫ হেক্টর জমিতে মুগ, ৪৩৫ হেক্টরে মরিচ, ২৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে পাট, ৬৪১ হেক্টর জমিতে লিচু এবং ১৪৮ হেক্টর জমিতে কাগজি লেবুর চাষ হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ঘূর্ণিঝড়
- ফসলের ক্ষতি