ছেলের মৃত্যুদণ্ড কার্যকরের পর এবার বাবাকে জেল দিল ইরান
ইরানের একটি আদালত এক বাবাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন। গত বছরই তাঁর ২২ বছর বয়সী ছেলের মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির কর্তৃপক্ষ।
ছেলেকে যাতে ক্ষমা করা করা হয়, সে জন্য প্রচার চালিয়েছিলেন এই বাবা। তবে শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হন।
কারাদণ্ড পাওয়া ব্যক্তির নাম মাশাল্লাহ কারামি। তাঁর আইনজীবী আলী শরিফজাদেহ আরদাকানি গতকাল শনিবার এক্সে বলেন, রাজধানী তেহরানের উপশহর করজের একটি বিপ্লবী আদালত মাশাল্লাহ কারামিকে কারাদণ্ড দিয়েছেন। বেআইনিভাবে সমাবেশের আয়োজন ও অনুদান সংগ্রহের অভিযোগে তাঁকে এই দণ্ড দেওয়া হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- প্রচারণা
- ক্ষমা
- কারাদণ্ড