পাকিস্তানের খুদে ভ্লগার সিরাজ কি তাহলে আর ভিডিও বানাবে না?

প্রথম আলো প্রকাশিত: ২০ মে ২০২৪, ২০:১২

‘আসসালামু আলাইকুম নাজরিন। ক্যায়সো হো আপ সাব। উমিদ হ্যায় আপ খায়ার খায়রিইয়াত সে হ্যায় (আসসালামু আলাইকুম দর্শকবন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সবাই ভালো আছেন)।’ এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন, কার কথা বলছি! না বুঝলেও সমস্যা নেই, বুঝিয়ে বলছি। এভাবে ভূমিকা টেনে ভ্লগ করে ৭ বছর বয়সী এক শিশু, নাম মোহাম্মদ সিরাজ। পাকিস্তানের গিলগিত-বালতিস্তানের খাপলু গ্রামে যার জন্ম।


এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের দৈনন্দিন জীবন, সহজ-সরল ভঙ্গিতে তুলে ধরে সিরাজ। আর তাতেই হয়েছে বাজিমাত। নিজ দেশ পাকিস্তান তো বটেই, বাংলাদেশ, ভারতেও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন এই শিশু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও