উচুঁ-নিচু, আঁকাবাঁকা, ফাঁকা দাঁতের জন্য যা করবেন
যুগান্তর
প্রকাশিত: ১৫ মে ২০২৪, ১৭:০২
সুন্দর দাঁত আর মধুর হাসি কে না চায়! কিন্তু সব সময় এই ইচ্ছে পূর্ণ হয় না৷ তা হলে? অপছন্দের দাঁত নিয়েই সারাজীবন কাটিয়ে দেবেন আর আক্ষেপ করবেন? মোটেই না৷ আর তার জন্যেই রয়েছে নানা রকম অর্থোডন্টিক ট্রিটমেন্ট৷
আজ ১৫ মে, বিশ্ব অর্থোডন্টিক্স স্বাস্থ্য দিবস। আর এই দিবস উপলক্ষ্যে অসমান, উচুঁ-নিচু, আঁকাবাঁকা, ফাঁকা দাঁতের (অর্থোডন্টিক্স) সমস্যায় কী করণীয় তারই বিশদ আলোচনা থাকছে।
অর্থোডন্টিক্স হলো— দন্তচিকিৎসার একটি বিশেষায়িত বিভাগ, যা দাঁত ও চোয়ালের ত্রুটিযুক্ত রোগ নির্ণয়, (যেমন- উচুঁ-নিচু, আঁকাবাঁকা ও ফাঁকা) প্রতিরোধ এবং সংশোধন করে। এটি মুখের বৃদ্ধি সংশোধন করার দিকেও মনোনিবেশ করে, যা ডেন্টোফেসিয়াল অর্থোপেডিক্স নামেও পরিচিত।
- ট্যাগ:
- লাইফ
- দাঁত
- দাঁতের স্বাস্থ্য