ব্যালন দ’র জিতবেন টনি ক্রুস? আনচেলত্তি বললেন, ‘হতেই পারে’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ মে ২০২৪, ১৩:০২

ভিনিসিউস জুনিয়র আর জুড বেলিংহ্যাম, আগামী ব্যালন দ’র জয়ের লড়াইয়ে এই দুজনই আপাতত সবচেয়ে এগিয়ে আছেন বলা যায়। তবে মৌসুমজুড়ে টনি ক্রুস যেমন খেলেছেন, এই লড়াইয়ে তাকেও খুব পিছিয়ে রাখছেন না কার্লো আনচেলত্তি। রেয়াল মাদ্রিদ যদি চ্যাম্পিয়ন্স লিগ জেতে আর জার্মানি যদি জিততে পারে ইউরো, ‘ডাবল’ জয়ের সাফল্যে ক্রুস ব্যালন দ’র জিতে যেতে পারেন বলেই মনে করেন কোচ।


একটি ট্রফি এই মৌসুমে জিতেই গেছেন ক্রুস। রেয়াল মাদ্রিদ লা লিগা জয় করেছে চার ম্যাচ বাকি রেখেই। দলের সেই সাফল্যে ক্রুসের অবদান বিশাল। মাঝমাঠের বড় ভরসা হয়ে অসাধারণ খেলেছেন তিনি মৌসুমজুড়েই। চ্যাম্পিয়ন্স লিগেও রেয়ালের ফাইনালে ওঠার পথে ৩৪ বছর বয়সী মিডফিল্ডার ছিলেন দারুণ ধারাবাহিক।


সম্প্রতি তিনি আন্তর্জাতিক ফুটবলে অবসর ভেঙে ফিরে এসেছেন জাতীয় দলে। সব ঠিক থাকলে আগামী মাসেই জার্মানির হয়ে দেশের মাঠে ইউরোতে খেলতে দেখা যাবে তাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও