বর্ণবাদী এই আচরণ যে বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রমাণ করতে ভিডিও দিলেন ভিনিসিয়ুস
এটাই কি প্রথম—ভ্যালেন্সিয়ার মাঠে গত পরশু রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র বর্ণবাদী আচরণের শিকার হওয়ার পর প্রশ্নটি উঠেছে। কেউ কেউ এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন। স্প্যানিশ লা লিগার প্রধান হাভিয়ের তেবাস আবার এর দায় ভিনিসিয়ুসের ওপরই চাপানোর চেষ্টা করেছেন। সব মিলিয়ে অনেকটাই বিক্ষুব্ধ হয়ে উঠেছেন ভিনি।
এমন বর্ণবাদী আক্রমণের শিকার তিনি এবারই প্রথম হননি, এর আগেও অনেকবার তাঁর সঙ্গে বর্ণবাদী আচরণ করা হয়েছে এবং এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—ভিনিসিয়ুস এটাই বলতে চেয়েছেন। ভিনি নিজের কথা প্রমাণ করতে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সে ভিডিওতে তাঁর সঙ্গে ঘটে যাওয়া বর্ণবাদী আচরণের ঘটনাগুলো একত্র করার চেষ্টা করেছেন তিনি।
শুধু যে ভিডিওই পোস্ট করেছেন, তা নয়। ভিনি তাঁর নিজের মনের কথাগুলোও লিখেছেন ভিডিওর পাশে। ব্রাজিলিয়ান তারকা তাঁর সঙ্গে ঘটে যাওয়া বর্ণবাদী আচরণের বর্ণনা দিতে গিয়ে শুরুটা করেছেন এভাবে, ‘প্রতিটি অ্যাওয়ে ম্যাচই একেকটা বিস্ময়। এটা অনেক মৌসুম ধরে চলছে। হত্যার হুমকি, পুতুল টানিয়ে রাখা, অনেক অপরাধমূলক স্লোগান...সবকিছুই লেখা আছে।’
- ট্যাগ:
- খেলা
- বর্ণবাদ
- ভিনিসিয়াস জুনিয়র