প্রি-একলাম্পসিয়া যাঁদের বেশি হয়
একজন অন্তঃসত্ত্বা নারীর প্রথমবার সন্তান ধারণের সময়ই প্রি-একলাম্পসিয়া হতে পারে আর যাঁদের আগের সন্তান ধারণের সময় প্রি-একলাম্পসিয়া হয়েছিল, তাঁদের ২৫ ভাগ ক্ষেত্রে পুনরায় এটি হতে পারে। যেসব মা উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা কিংবা ডায়াবেটিসে ভুগছেন, তাঁদের অন্তঃসত্ত্বা অবস্থায় প্রি–একলাম্পসিয়া হওয়ার ঝুঁকি অনেক বেশি। এ ছাড়া একাধিক গর্ভধারণ, পলিহাইড্রামনিওস প্রি-একলাম্পসিয়ার কারণ হতে পারে।
প্রি-এক্লাম্পসিয়া হচ্ছে গর্ভবতী নারীদের এক ধরনের রোগ, যাতে রক্তচাপ বেড়ে যায় এবং প্রস্রাবের সঙ্গে প্রচুর প্রোটিন নির্গত হয় বা অন্যান্য অঙ্গের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়।
উপসর্গ
প্রি-একলাম্পসিয়া দুই ধরনের। মাইল্ড বা মৃদু ও সিভিয়ার বা তীব্র। মৃদু প্রি-একলাম্পসিয়ার ক্ষেত্রে রক্তচাপ ১৪০/৯০ মিমি মারকারির বেশি থাকে, কিন্তু ১৬০/১১০ মিমি মারকারির কম থাকে। তীব্র প্রি-একলাম্পসিয়ার ক্ষেত্রে রক্তচাপ ১৬০/১১০ মিমি মারকারির বেশি থাকে। সঙ্গে অন্যান্য উপসর্গ থাকে, যেমন মাথাব্যথা, চোখ জ্বালাপোড়া, ঝাপসা দেখা, পেটব্যথা, প্রস্রাব কমে যাওয়া, পুরো শরীরে পানি আসা ইত্যাদি।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- গর্ভবতী নারী
- একলাম্পশিয়া