অবহেলায় বড় বিপদ ডেকে আনতে পারে হার্নিয়া!

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫, ১১:২৯

হার্নিয়া সাধারণ একটি স্বাস্থ্য সমস্যা, মানুষের পেটের ভেতরে খাদ্যনালী মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত, এবং এটি বিশ থেকে ত্রিশ ফুট পর্যন্ত লম্বা হয়। হার্নিয়ার ক্ষেত্রে পেটের কিছু দুর্বল অংশের পেশী বা কলা ভেদ করে কোনো অভ্যন্তরীণ অঙ্গ বা তার অংশ বাইরে বেরিয়ে আসে। তখন কুচকি এবং অণ্ডথলো অস্বাভাবিক ফুলে যায় এবং ব্যথা হয়৷


হার্নিয়া বিভিন্ন ধরনের হতে পারে। যেমন— ইনগুইনাল (কুঁচকিতে), আম্বিলিকাল (নাভিতে) বা হাইয়াটাল (ডায়াফ্রামে)। সাধারণত, শরীরের সেই অংশে একটি ফোলা বা পিণ্ড দেখা যায়, যা ব্যথাযুক্ত বা ব্যথাহীন হতে পারে। এই সমস্যাটি শিশুদের থেকে শুরু করে বয়স্কদের মধ্যেও দেখা যেতে পারে এবং এর তীব্রতা অনুযায়ী বিভিন্ন ধরনের চিকিৎসার প্রয়োজন হয়।


হার্নিয়া নামটির সঙ্গে কমবেশি সবাই পরিচিত। কিন্তু এ ব্যাপারে বেশি কিছু জানে না মানুষ। অবহেলা করলে রোগটি কখনো কখনো বড় বিপদ ডেকে আনতে পারে। তাই হার্নিয়া হলে দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় ছোট অপারেশন করে নিলে খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও